হারিয়ে যাবো তোমার ভালোবাসা যে প্রতি পলে আছো প্রভু
তোমার বাণী র ওই আলোতে পেয়েছি নিজেকে প্রিয় যীশুমনে মনে পুঁজি তোমায় কর্মে আমার খুঁজি তোমায়
সাংসার এর এই মোহো ময় র চেয়ে সুন্দর তোমার নাম
মধুবন এর সুগন্ধের চেয়ে ও সুমধুর তোমার নাম
তোমার চরণ এ থাকবে চিরদিন করবো তোমার আরাধনা
সব কালিমা মুছে দিতে আলো হয়ে এসেছো তুমি
অশ্রু আমার তোমার পদতলে তুমি আমার শাহারা প্রভু
তোমার কৃপা আছে প্রতি পলে প্রতিক্ষনের আসা তুমি
No comments:
Post a Comment