Wednesday, February 12, 2025

Haariye jaabo tomar bhalobasha e proti pole হারিয়ে যাবো তোমার ভালোবাসা - Bengali Christian lyrics

 হারিয়ে যাবো তোমার ভালোবাসা যে প্রতি পলে আছো প্রভু

তোমার বাণী র ওই আলোতে পেয়েছি নিজেকে প্রিয় যীশু
মনে মনে পুঁজি তোমায় কর্মে আমার খুঁজি তোমায়


সাংসার এর এই মোহো ময় র চেয়ে সুন্দর তোমার নাম
মধুবন এর সুগন্ধের চেয়ে ও সুমধুর তোমার নাম
তোমার চরণ এ থাকবে চিরদিন করবো তোমার আরাধনা
সব কালিমা মুছে দিতে আলো হয়ে এসেছো তুমি
অশ্রু আমার তোমার পদতলে তুমি আমার শাহারা প্রভু
তোমার কৃপা আছে প্রতি পলে প্রতিক্ষনের আসা তুমি

No comments: